ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৪:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আসামি মোঃ মজিবুর রহমান ওরকে মজি, পিতা- মোঃ রইজউদ্দিন, নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার নাবিল কাউন্টারের সামনে রাস্তার উপর থেকে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই মামুনুর রশিদ পিপিএম সেবা, ঠাকুরগাঁও সদর থানা, ঠাকুরগাঁও এর নেতৃত্বে, রাত্রিকালীন বিশেষ অভিযান পুলিশের করিয়া ইং ০৫/১০/২০২৩ তারিখ রাত্রী ০০.১০ ঘটিকার সময় আসামি মোঃ মজিবুর রহমান ওরকে মজি, পিতা- মোঃ রইজউদ্দিন, সাং পশ্চিম কাশি বাড়ি, থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও এর হেফাজত হইতে বিশেষ কায়দা রক্ষিত নীল রঙের স্কুল ব্যাগের ভিতর হইতে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গত রাতে তাকে উল্লেখিত মাদকদ্যব্য সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।