পঞ্চগড়ে দেশী বিদেশী পণ্যের বিপুল সমাহার নিয়ে চলছে পৌর শিল্প বাণিজ্য মেলা

- আপডেট সময় : ০৭:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২১ বার পড়া হয়েছে

পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌর চত্বরে চলছে শিল্প বাণিজ্য মেলা। মেলায় দেশী বিদেশী পণ্যের বিপুল সমাহারের পাশাপাশি শিশু বিনোদনের সুব্যবস্থা মেলার আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মেলায় সবকিছুই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় খুশি সাধারণ ক্রেতারা। প্রাপ্তবয়স্ক থেকে শিশু, কিশোর সকল শ্রেনী পেশার মানুষের চাহিদা অনুযায়ী পণ্য রয়েছে মেলায়। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলার ভিতরে এতো কিছু আছে তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। মেলার ভিতরে , কাপর, জুতো, গৃহস্থালি পণ্য, মেয়েদের ওড়না, থ্রি পিস, বরখা, শাড়ি, ওয়ান পিস, কসমেটিক্স পণ্য, শিশুদের খেলনা, ইলেকট্রনিক্স পণ্য, গৃহসজ্জা সামগ্রী, আচার, খাদ্য সামগ্রী সহ আরো অনেক কিছু। বিনোদনের জন্য রয়েছে যাদু, সার্কাস ও চরকি সহ আরো অনেক কিছু। এ সময় দর্শনার্থীরা আরো জানান, মেলায় সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যায়। কিছু পণ্য রয়েছে যেগুলো বাজারের থেকে অনেক কম দামে পাওয়া যায়। এছাড়াও মেলায় অনেক কিছুই রয়েছে যেগুলো বাজারে পাওয়া যায় না। মেলার ভিতরের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন অনেকেই। এ বিষয়ে আয়োজকরা জানান, আর কিছুদিন চলবে এই মেলা। সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে সকল প্রকার পণ্য রাখা হয়েছে মেলায়। প্রতিটি পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। একই পণ্যের একাধিক দোকান থাকায় ক্রেতারা ইচ্ছেমতো দরদাম করে পণ্য কিনতে পারবেন। এছাড়া মেলার শেষ পর্যায়ে এসে বিভিন্ন পণ্যের উপর ছাড় দেওয়া হচ্ছে।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮