শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আনসার/ভিডিপি সদস্যদের সাথে ব্রিফিং

- আপডেট সময় : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।আজ, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়,এ
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন প্রতিটি পূজা মন্ডপে কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে কিনা তা লক্ষ্য রাখা এবং স্বেচ্ছাসেবকদের আইডি কার্ডসহ দায়িত্বে নিয়োজিত করা, পূজা উদযাপন কমিটি কর্তৃক পূজামন্ডপে দর্শনার্থীদের ব্যাগ/পোটলা ইত্যাদি নিয়ে প্রবেশ না করার জন্য নিষেধাজ্ঞা জানান। পূজামন্ডপ কমিটি কর্তৃক পূজামন্ডপসমূহে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পূজা কমিটি কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের সাথে সমন্বয় করে কাজ করা মাইক ব্যবহারে অন্যান্য ধর্মের প্রতি সম্মান রাখা এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সমস্যা না হয় তা নিশ্চিত করা, পূজা কমিটি কর্তৃক পূজা মন্ডপে সিসিটিভি/ভিডিও ধারণের ব্যবস্থা করা এবং পূজা কমিটি কর্তৃক প্রতিমা বিসর্জনস্থলে মাইক ও আলোর ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার,জনাব উত্তম প্রসাদ
পাঠক।