আমতলীতে ঢাকাগামী নাইট কোচে আগুন

- আপডেট সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

বিএনপি- জামায়াতের ডাকা চলমান তৃতীয়দফা অবরোধে বুধবার রাতে বরগুনার আমতলীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী নাইটকোচে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার পর দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের দক্ষিনপাশে মধ্যতারিকাটা নামক এলাকায় আমতলী- তালতলী সড়কে ঢাকার উদ্দেশ্যে তালতলী থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা সাকুরা পরিবহন নামের একটি যাত্রাবাহী নাইটকোচ আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থাণীয়দের সহায়তায় আগুন নিভায়। সাকুরা পবিরহনের সুপারভাইজার মাসুম বিল্লাহ জানান, আমাদের গাড়ীতে চালক, আমি ও হেলপারসহ ৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেই। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের কাছাকাছি পৌছালে সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ীর গতিরোধ করে ৩/৪ জন দুর্বৃত্ত গাড়ীর পিছন থেকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা গাড়ী থামিয়ে দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানিয়েছেন আগুন দেয়া ওই বাসে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের, অংকুজান পাড়া গ্রামের সুলতান হাওলাদার এর ছেলে বিএনপির সক্রিয় সদস্য নিজাম হাওলাদার সহ কয়েক জন কর্মীরা বরিশালের যাত্রী ছিল। ওই ব্যক্তিদের দ্বারা এ ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে উল্লেখিত নিজাম অপরাধ থেকে বাঁচতে নিজে আঘাতের বেন্টিস করে আত্মগোপনে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, কে বা কাহারা বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে তা খুজে বের করার চেষ্টা চলছে। ওই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।