পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

- আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস্ কৃষি সমবায় সমিতির ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ বাংলাদেশ সহযোগিতায় পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির আয়োজনে ইনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্তরে এই সাধারণ সভা হয়।
গুডনেইবারস্ পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, জেলা সমবায় প্রশিক্ষক দিলীপ সরকার, পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, পীরগঞ্জ গুডনেইবারস্ সিডিপি ম্যানেজার পলাশ রনি মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিডিসি সভাপতি উম্মে কুলসুম, গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির কো-অপারেটিভ অফিসার খ,ম,আরিফুল ইসলাম,সমবায়ী হীরা রানী প্রমুখ। অপরদিকে বিকেলে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির আয়োজনে বার্ষিক সাধারণ সভা আকাশী অফিসে হয়।