12:56 am, Tuesday, 17 September 2024

পাঁচবিবিতে শিশু ও বৃদ্ধর উপরে হামলা 

প্রতিনিধির নাম

সেলিম হোসেন রুবেল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জমা জমির বিরোধের জেরে শিশু, বৃদ্ধসহ ৩ জনের উপরে হামলা করেছে সৎ ভাই ও ভাতিজারা।

হামলার ঘটনায় ৩ জন হাসপাতাল ভর্তি।

শুক্রবার(১৭ মে) দুপুর প্রায় ১২ টায় উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, আওলাই ইউনিয়ন জাতাইর গ্রামের শাহিনের ছেলে সামিউল(৫) তসলিম উদ্দিনের ছেলে শামিম হোসেন ও তার পিতা তসলিম উদ্দিন(৭০)।

এ ঘটনায় বৃদ্ধের ছেলে আজিজার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

ঘটনার বিবরণ ও মামলা সুত্রে জানাযায়, মৃত মফিজ উদ্দিনের দুটি পরিবার রয়েছে, প্রথম পক্ষের ২ ছেলে ও ২য় পক্ষের ৪ ছেলে রয়েছে। ১৪ শতাংশ পারিবারিক কবরস্থানটি ভাগ বাটোরা বাকি ছিল।

শুক্রবার সকাল ১০ টায় সার্ভেয়ার আসবে এবং

কবরস্থানটি বাটোরা করবে বলে বাসা থেকে ডেকে নেয় বৃদ্ধ তসলিমকে তার সৎ ভাই আবু কালাম (৪৮)।

জমি মাপার একপর্যায়ে আবু কালাম ও তার বড় ভাই, আব্দুল মন্ডল(৫৫), কবরস্থানের ভালো অংশ নেবে এমন দাবি তাদের। বৃদ্ধ তসলিম সকলকে ভালো-মন্দ মিলিয়ে নেওয়ার কথা জানালে আবু কালাম, আব্দুল মন্ডল ও তার দুই ছেলে আফজাল হোসেন(৩৫), সোহের রানা(২৫)।

তাতে ক্ষিপ্ত হয়ে তসলিমকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে এক পর্যায়ে তসলিমের চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিবাদীদের আঘাতে বৃদ্ধের বুকের দুই পাশের হার ভেঙ্গে যায়। চিৎকার শুনে বৃদ্ধের বড় ছেলে শামীম আসলে তাকেও বুকে লাথি মেরে মাটিতে ফেলে গলাচেপে শ্বাসরোধের চেষ্টা করে বিবাদীর।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করায়।

গত শনিবার বিকেলে বাদি থানায় অভিযোগ করতে এসেছে, এমন খবর বিবাদীগণ জানতে পেরে বৃদ্ধের নাতি শিশু সামিউলকে বাড়ির বাহিরে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর আঘাত করে।

শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় এবং মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

বিবাদী আবু কালাম বলেন, আমি কারো উপর হামলা করিনি, আমার উপরে হামলা করেছে, আমি হাসপাতালে ভর্তি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, উক্ত বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে মামলা তদন্তপূর্বক ব্যবস্থাও দ্রুত আসামি গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 08:49:26 pm, Monday, 20 May 2024
58 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পাঁচবিবিতে শিশু ও বৃদ্ধর উপরে হামলা 

আপডেট সময় : 08:49:26 pm, Monday, 20 May 2024

সেলিম হোসেন রুবেল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জমা জমির বিরোধের জেরে শিশু, বৃদ্ধসহ ৩ জনের উপরে হামলা করেছে সৎ ভাই ও ভাতিজারা।

হামলার ঘটনায় ৩ জন হাসপাতাল ভর্তি।

শুক্রবার(১৭ মে) দুপুর প্রায় ১২ টায় উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, আওলাই ইউনিয়ন জাতাইর গ্রামের শাহিনের ছেলে সামিউল(৫) তসলিম উদ্দিনের ছেলে শামিম হোসেন ও তার পিতা তসলিম উদ্দিন(৭০)।

এ ঘটনায় বৃদ্ধের ছেলে আজিজার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

ঘটনার বিবরণ ও মামলা সুত্রে জানাযায়, মৃত মফিজ উদ্দিনের দুটি পরিবার রয়েছে, প্রথম পক্ষের ২ ছেলে ও ২য় পক্ষের ৪ ছেলে রয়েছে। ১৪ শতাংশ পারিবারিক কবরস্থানটি ভাগ বাটোরা বাকি ছিল।

শুক্রবার সকাল ১০ টায় সার্ভেয়ার আসবে এবং

কবরস্থানটি বাটোরা করবে বলে বাসা থেকে ডেকে নেয় বৃদ্ধ তসলিমকে তার সৎ ভাই আবু কালাম (৪৮)।

জমি মাপার একপর্যায়ে আবু কালাম ও তার বড় ভাই, আব্দুল মন্ডল(৫৫), কবরস্থানের ভালো অংশ নেবে এমন দাবি তাদের। বৃদ্ধ তসলিম সকলকে ভালো-মন্দ মিলিয়ে নেওয়ার কথা জানালে আবু কালাম, আব্দুল মন্ডল ও তার দুই ছেলে আফজাল হোসেন(৩৫), সোহের রানা(২৫)।

তাতে ক্ষিপ্ত হয়ে তসলিমকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে এক পর্যায়ে তসলিমের চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিবাদীদের আঘাতে বৃদ্ধের বুকের দুই পাশের হার ভেঙ্গে যায়। চিৎকার শুনে বৃদ্ধের বড় ছেলে শামীম আসলে তাকেও বুকে লাথি মেরে মাটিতে ফেলে গলাচেপে শ্বাসরোধের চেষ্টা করে বিবাদীর।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করায়।

গত শনিবার বিকেলে বাদি থানায় অভিযোগ করতে এসেছে, এমন খবর বিবাদীগণ জানতে পেরে বৃদ্ধের নাতি শিশু সামিউলকে বাড়ির বাহিরে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর আঘাত করে।

শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় এবং মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

বিবাদী আবু কালাম বলেন, আমি কারো উপর হামলা করিনি, আমার উপরে হামলা করেছে, আমি হাসপাতালে ভর্তি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, উক্ত বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে মামলা তদন্তপূর্বক ব্যবস্থাও দ্রুত আসামি গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।