1:04 am, Tuesday, 17 September 2024

রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত –  গোলাম পরওয়ার

সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি

 বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক  সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৪ আগস্ট) বিকেলে বাগেরহাট শহরের দশানী মোড় এলাকায় আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া  ও  শহীদদের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

এসময়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ ছাত্র-জনতা—সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম, এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মাঝে নগদ দুই লাখ টাকা করে প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক হাজারেরও বেশি ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে। যারা হকের জন্য জীবন দিয়েছেন, তাদের মৃত্যু নেই।আমরা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব জামায়াতে ইসলামী স্বীকার করেছে। রাষ্ট্র পুনঃগঠনের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততদিন আমরা এই সরকারকে সহযোগিতা করবো। আমাদের লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে যার ভোট সে দিবে, এতে কোনো বাঁধা সৃষ্টি হবে না।

 

তিনি আরও বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা ৫ আগস্ট বিকালে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে যে অগ্নি সন্ত্রাস, দখল এবং সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা নিশ্চিত করছি, তাদের উপর যাতে অপশক্তি আর হামলা করতে না পারে তার জন্য জামায়াতে ইসলামী পাহারার ব্যবস্থা করেছে। সকল ধর্মের মানুষ  মিলে নতুন করে দেশকে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে, সেই দেশকে ধরে রাখতে আমাদের অনেক ত্যাগ করতে হবে। আমরা এই ভাঙা-চুরা দেশে নতুন তাজমহল গড়ব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা রেজাউল করিম। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাটের সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা নায়েবে আমির এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি এবং সাবেক ছাত্র নেতা শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, যুব বিভাগ সভাপতি মঞ্জরুল হক রাহাদ, ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 11:40:24 pm, Saturday, 24 August 2024
51 বার পড়া হয়েছে
error: Content is protected !!

রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত –  গোলাম পরওয়ার

আপডেট সময় : 11:40:24 pm, Saturday, 24 August 2024

 বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক  সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৪ আগস্ট) বিকেলে বাগেরহাট শহরের দশানী মোড় এলাকায় আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া  ও  শহীদদের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

এসময়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত বাগেরহাট জেলার পাঁচ ছাত্র-জনতা—সাব্বির ইসলাম শাকিব, বিপ্লব শেখ, মাহফুজুর রহমান, আলিফ আহম্মেদ সিয়াম, এবং আলমগীর মোল্লার পরিবারের সদস্যদের মাঝে নগদ দুই লাখ টাকা করে প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক হাজারেরও বেশি ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে। যারা হকের জন্য জীবন দিয়েছেন, তাদের মৃত্যু নেই।আমরা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব জামায়াতে ইসলামী স্বীকার করেছে। রাষ্ট্র পুনঃগঠনের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততদিন আমরা এই সরকারকে সহযোগিতা করবো। আমাদের লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে যার ভোট সে দিবে, এতে কোনো বাঁধা সৃষ্টি হবে না।

 

তিনি আরও বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা ৫ আগস্ট বিকালে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে যে অগ্নি সন্ত্রাস, দখল এবং সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরাই দায়ী। আমরা নিশ্চিত করছি, তাদের উপর যাতে অপশক্তি আর হামলা করতে না পারে তার জন্য জামায়াতে ইসলামী পাহারার ব্যবস্থা করেছে। সকল ধর্মের মানুষ  মিলে নতুন করে দেশকে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে, সেই দেশকে ধরে রাখতে আমাদের অনেক ত্যাগ করতে হবে। আমরা এই ভাঙা-চুরা দেশে নতুন তাজমহল গড়ব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা রেজাউল করিম। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা মহানগরীর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাটের সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা নায়েবে আমির এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি এবং সাবেক ছাত্র নেতা শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, যুব বিভাগ সভাপতি মঞ্জরুল হক রাহাদ, ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।