12:52 am, Tuesday, 17 September 2024

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে ভাংচুর, লুটপাটের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদরে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে তইবুল ইসলাম নামে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে।  সোমবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে আঞ্চলিক সড়কে ওই নেতার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই এলাকার ভুক্তভোগী ও স্থানীয়রা। এদিকে বিচারের দাবীতে ভুক্তভোগীরা ওই নেতার বিচারের দাবী ও নিরাপত্তার জন্য এর আগেও স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকেও লিখিত অভিযোগ করে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।  জানা গেছে, অভিযুক্ত তইবুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলা মাগুড়া ইউনিয়নের মাগুড়া এলাকার শরিফ উদ্দিন বিশুর ছেলে এবং তিনি ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিক্ষোভ মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মাগুড়া সরকার পাড়া এলাকার ব্যবসায়ী আফরোজ্জামান আরজু বিএনপি নেতা তইবুলের বাবা শরিফ উদ্দিন বিশুকে মরিচ কেনা বাবদ টাকা দেন কয়েক দিন আগে৷ কিন্তু তিনি টাকা নিয়ে আর মরিচ দেননি। পরে শুক্রবার সেই টাকা চাইলে অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে ওঠেন শরিফ উদ্দিন বিশু৷ পরে তিনি তার ছেলে তইবুল ইসলামসহ তার ও লোকজন খবর দিলে পরে তারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে মারধর ও হুমকিরও শিকার হন তারা। পরে আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ এছাড়া এই বিএনপি নেতা তইবুলসহ তার লোকজন এলাকার বিভিন্ন মানুষকে হুমকি ও ঘর বাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এ বিষয়ে ভুক্তভোগী আফরোজ্জামান আরজু বলেন, আমি তইবুলের বাবা শরিফউদ্দিন বিশুর কাছে আমার পাওনা টাকা চাইলে তিনি আমাকে হুমকি দেখান এবং মারার হুমকি দেন। পরে আবার তিনি নিজেই তার ছেলে তইবুলসহ তার অন্য ছেলেদের ফোন দেয়ার পরে বিএনপি নেতা তইবুলসহ তার ভাই ও তার লোকজন আমার বাড়িতে এসে আমার বড় ভাইসহ আমাকে মারধর করেন। ঘরবাড়ি ভাঙচুর ও জিনিসপত্র নিয়ে যায়৷ আমি তার বিচার চাই৷  স্থানীয় সবরাতু সরকার অভিযোগ করে বলেন, তইবুল বিএনপির ক্ষমতার দাপট দেখাচ্ছে। গত শুক্রবার বিকেলে তইবুলসহ তার লোকজন আমার ভাতিজাসহ আমাকে মারধর ও বাড়ি ভাঙচুর করেছে৷ পাওয়া টাকা না দিতে তিনি তার লোকজনক দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। একই ভাবে ক্ষমতার অপব্যবহার করছে সে। আমরা তার বিচার চাই৷ তিনি দিন দিন ক্ষমতা দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে বেড়াচ্ছেন৷ তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা তইবুলের সাথে একাধীকার অভিযোগের বিষয়টি মুঠোফোনে জানার চেষ্টা করা হলে কোন মন্তব্য পাওয়া যায় নি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 04:45:08 pm, Monday, 26 August 2024
57 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে ভাংচুর, লুটপাটের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : 04:45:08 pm, Monday, 26 August 2024

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদরে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে তইবুল ইসলাম নামে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে।  সোমবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে আঞ্চলিক সড়কে ওই নেতার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই এলাকার ভুক্তভোগী ও স্থানীয়রা। এদিকে বিচারের দাবীতে ভুক্তভোগীরা ওই নেতার বিচারের দাবী ও নিরাপত্তার জন্য এর আগেও স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকেও লিখিত অভিযোগ করে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।  জানা গেছে, অভিযুক্ত তইবুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলা মাগুড়া ইউনিয়নের মাগুড়া এলাকার শরিফ উদ্দিন বিশুর ছেলে এবং তিনি ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিক্ষোভ মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মাগুড়া সরকার পাড়া এলাকার ব্যবসায়ী আফরোজ্জামান আরজু বিএনপি নেতা তইবুলের বাবা শরিফ উদ্দিন বিশুকে মরিচ কেনা বাবদ টাকা দেন কয়েক দিন আগে৷ কিন্তু তিনি টাকা নিয়ে আর মরিচ দেননি। পরে শুক্রবার সেই টাকা চাইলে অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে ওঠেন শরিফ উদ্দিন বিশু৷ পরে তিনি তার ছেলে তইবুল ইসলামসহ তার ও লোকজন খবর দিলে পরে তারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে মারধর ও হুমকিরও শিকার হন তারা। পরে আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ এছাড়া এই বিএনপি নেতা তইবুলসহ তার লোকজন এলাকার বিভিন্ন মানুষকে হুমকি ও ঘর বাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ এ বিষয়ে ভুক্তভোগী আফরোজ্জামান আরজু বলেন, আমি তইবুলের বাবা শরিফউদ্দিন বিশুর কাছে আমার পাওনা টাকা চাইলে তিনি আমাকে হুমকি দেখান এবং মারার হুমকি দেন। পরে আবার তিনি নিজেই তার ছেলে তইবুলসহ তার অন্য ছেলেদের ফোন দেয়ার পরে বিএনপি নেতা তইবুলসহ তার ভাই ও তার লোকজন আমার বাড়িতে এসে আমার বড় ভাইসহ আমাকে মারধর করেন। ঘরবাড়ি ভাঙচুর ও জিনিসপত্র নিয়ে যায়৷ আমি তার বিচার চাই৷  স্থানীয় সবরাতু সরকার অভিযোগ করে বলেন, তইবুল বিএনপির ক্ষমতার দাপট দেখাচ্ছে। গত শুক্রবার বিকেলে তইবুলসহ তার লোকজন আমার ভাতিজাসহ আমাকে মারধর ও বাড়ি ভাঙচুর করেছে৷ পাওয়া টাকা না দিতে তিনি তার লোকজনক দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। একই ভাবে ক্ষমতার অপব্যবহার করছে সে। আমরা তার বিচার চাই৷ তিনি দিন দিন ক্ষমতা দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে বেড়াচ্ছেন৷ তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা তইবুলের সাথে একাধীকার অভিযোগের বিষয়টি মুঠোফোনে জানার চেষ্টা করা হলে কোন মন্তব্য পাওয়া যায় নি