12:58 am, Tuesday, 17 September 2024

পঞ্চগড়ে বাড়িতে হামলা, ভাঙচুর, মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে আবু তালেব (৩৮) নামে এক দরিদ্র গরু ব্যবসায়ীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর উপর। এমনকি ওই ব্যক্তির মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। বর্তমান পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কামাতপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব জানান তারা। সংবাদ সম্মেলনে তারা জানান, পঞ্চগড় বাজারের প্রভাবশালী সাইকেল ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে আবু তালেবের জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। অন্যদিকে লুৎফরের কাছে দুই বছর আগে দুই শতক জমি ৫ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেয় আবু তালেব। এই দুই শতক জমিতে ঘর তুলে ব্যবহার করছিলেন। সম্প্রতি লুৎফরকে জমিটি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। বুধবার সকালে আকস্মিক লুৎফর ৫০/৬০ লোক নিয়ে তিনি আবু তালেবের বাড়িতে প্রবেশ করে তার ওই দুই শতকের উপর তৈরি দুটি ঘর ভেঙে দেন এবং তাদের উপর হামলার চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করেন। এরপর থেকেই নানাভাবে অসহায় পরিবারটিকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এমনকি তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিচ্ছেন লুৎফর ও তার লোকজন। আবু তালেব বলেন, আমার কেনা জমি রেজিস্ট্রি দিচ্ছে না লুৎফর। উল্টো আমার বাড়িতে এসে ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমাদেরকে নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। আবু তালেবের স্ত্রী সাবিনা আক্তার বলেন, লুৎফর ও তার সহযোগী খোকামিয়া, গণি, বাচ্চু, তহিদুল ও মোশারফসহ কয়েকজন আমাদেরকে এলাকা ছাড়া করার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি। আমরা ন্যায় বিচার চাই। এ বিষয়ে জানতে লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 08:39:39 pm, Thursday, 29 August 2024
23 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড়ে বাড়িতে হামলা, ভাঙচুর, মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:39:39 pm, Thursday, 29 August 2024

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে আবু তালেব (৩৮) নামে এক দরিদ্র গরু ব্যবসায়ীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর উপর। এমনকি ওই ব্যক্তির মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। বর্তমান পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কামাতপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব জানান তারা। সংবাদ সম্মেলনে তারা জানান, পঞ্চগড় বাজারের প্রভাবশালী সাইকেল ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে আবু তালেবের জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। অন্যদিকে লুৎফরের কাছে দুই বছর আগে দুই শতক জমি ৫ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেয় আবু তালেব। এই দুই শতক জমিতে ঘর তুলে ব্যবহার করছিলেন। সম্প্রতি লুৎফরকে জমিটি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। বুধবার সকালে আকস্মিক লুৎফর ৫০/৬০ লোক নিয়ে তিনি আবু তালেবের বাড়িতে প্রবেশ করে তার ওই দুই শতকের উপর তৈরি দুটি ঘর ভেঙে দেন এবং তাদের উপর হামলার চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করেন। এরপর থেকেই নানাভাবে অসহায় পরিবারটিকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এমনকি তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিচ্ছেন লুৎফর ও তার লোকজন। আবু তালেব বলেন, আমার কেনা জমি রেজিস্ট্রি দিচ্ছে না লুৎফর। উল্টো আমার বাড়িতে এসে ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমাদেরকে নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। আবু তালেবের স্ত্রী সাবিনা আক্তার বলেন, লুৎফর ও তার সহযোগী খোকামিয়া, গণি, বাচ্চু, তহিদুল ও মোশারফসহ কয়েকজন আমাদেরকে এলাকা ছাড়া করার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি। আমরা ন্যায় বিচার চাই। এ বিষয়ে জানতে লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।