12:54 am, Tuesday, 17 September 2024

দেবীগঞ্জে বিএডিসি খামারে  জমিতে ব্রি ৯৮ জাতের ধানের বাম্পার ফলন ।

প্রতিনিধির নাম

আতাউর রহমান, দেবীগঞ্জ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়াড নতুন বন্দর এর সর্ব দক্ষিণে ৬৩ একর জমি নিয়ে গড়ে উঠেছে বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামার (যা ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন কেন্দ্র এর আওতাধীন)। উক্ত ৬৩ একর জমি ইতিপূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, দেবীগঞ্জ, পঞ্চগড় এর আওতাধীন ছিল। সে সময় উক্ত জমিতে তেমন কোন উল্লেখযোগ্য  ফসলের ফলন চোখে পড়েনি এলাকাবাসীর।

পৌর এলাকার ৯ নং ওয়ার্ড নতুন বন্ধরে ৬৩ একর জমি জুড়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিশেষায়িত ভিত্তি বীজআলু উৎপাদন খামার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আওতাধীন পতিত ৬৩ একর জমি বাংলাদেশ কৃষি উন্নয়ন  কপোরেশন(বিএডিসি ) ২৯ সেপ্টেম্বর ২০২১ সালে গড়ে তুলেছেন   বিএডিসি খামার। বিএডিসি খামারে জমিতে বাম্পার ফলন দেখিয়েছে বলে প্রশংসা করছেন স্থানীয় এলাকাবাসী। গত সিজনে আলু ও আউশ ধানের বাম্পার ফলনে ব্যাপক সাড়া পেয়েছে বিএডিসি খামার। বিএডিসি খামার  স্বার্থক ও দেশের খাদ্য সংকটের কথা চিন্তা করে দেশ ও জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন স্বার্থে এবার উক্ত ৬৩ একর জমির মধ্যে ২৮ একর জমিতে আউশ ধান চাষ করেন এবং আউশ ধানের  বাম্পার ফলন হয়েছে ।

২০২৪ সালে বিএডিসি খামারে  নতুন করে আরো  যুক্ত হয়েছে ২৩ একর জমি এ নিয়ে সর্ব মোট এই খামারে জমি পরিমাণ ৮৬ একর।প্রাথমিক ভাবে এতটা সহজ ছিল না বিএডিসি ফার্ম এর জন্য প্রথমে উঁচু নিচু জমি সমান করে তারপর পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করে  সবশেষে     আবাদ উপযোগী করে গরে  তুলার    সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল । উক্ত বেলে-দোঁয়াশ মাটিতে সঠিক সেঁচ ব্যাবস্থা পনায়  আবাদের উপযোগী করে গড়ে তুলেন এ খামার ।

এই খামারে ডেইলি ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করে বলে জানা যায়, শ্রমিকদের সাথে কথা হলে শ্রমিকারা বলেন এই খামারে কাজ করে আমাদের পরিবারে স্বচ্ছলতা ফিরেছে।পরিবার নিয়ে আমাদের সংসার জীব ভাল চলছে। তারা আরো বলেন আমরা ইতি পূর্ব এখানে তেমন কোন আবাদ দেখিনি বিএডিসি খামার  জমি নেওয়ার পরে থেকে বেপক ভাবে এখানে ধান, আলু চাষ হচ্ছে ।এখান কার ধান ও আলু দিয়ে বিজ তৈরি হয় ।

কৃষিবিদ মো: আবু তালেব মিঞা   বলেন, এবার এ খামারে ব্রি ৯৮ আউশ ধান ২৮ একর জমিতে চাষ করা হয়েছে। এবার জমি থেকে ৪০ মেট্রিক টন ধান বীজ পাবো মর্মে আশা করছি। এ খামার থেকে যে বিজ পাওয়া যাবে সেই বীজ দিয়ে ৪০০০ একর জমিতে কৃষক ভাইয়েরা ফসল উৎপাদন করতে পারবে, এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।ধান শেষে জমিগুলো আলু রোপনের জন্য আমরা প্রস্তুত করব । তিনি আরো বলেন এ জমিগুলি আবাদি জমি হিসেবে তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ।

এই বিএডিসি  ফার্মকে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করেছেন বিএডিসি কৃষিবিদ মো: আবু তালেব মিঞা   ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 11:39:32 am, Wednesday, 4 September 2024
42 বার পড়া হয়েছে
error: Content is protected !!

দেবীগঞ্জে বিএডিসি খামারে  জমিতে ব্রি ৯৮ জাতের ধানের বাম্পার ফলন ।

আপডেট সময় : 11:39:32 am, Wednesday, 4 September 2024

আতাউর রহমান, দেবীগঞ্জ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়াড নতুন বন্দর এর সর্ব দক্ষিণে ৬৩ একর জমি নিয়ে গড়ে উঠেছে বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামার (যা ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন কেন্দ্র এর আওতাধীন)। উক্ত ৬৩ একর জমি ইতিপূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, দেবীগঞ্জ, পঞ্চগড় এর আওতাধীন ছিল। সে সময় উক্ত জমিতে তেমন কোন উল্লেখযোগ্য  ফসলের ফলন চোখে পড়েনি এলাকাবাসীর।

পৌর এলাকার ৯ নং ওয়ার্ড নতুন বন্ধরে ৬৩ একর জমি জুড়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিশেষায়িত ভিত্তি বীজআলু উৎপাদন খামার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আওতাধীন পতিত ৬৩ একর জমি বাংলাদেশ কৃষি উন্নয়ন  কপোরেশন(বিএডিসি ) ২৯ সেপ্টেম্বর ২০২১ সালে গড়ে তুলেছেন   বিএডিসি খামার। বিএডিসি খামারে জমিতে বাম্পার ফলন দেখিয়েছে বলে প্রশংসা করছেন স্থানীয় এলাকাবাসী। গত সিজনে আলু ও আউশ ধানের বাম্পার ফলনে ব্যাপক সাড়া পেয়েছে বিএডিসি খামার। বিএডিসি খামার  স্বার্থক ও দেশের খাদ্য সংকটের কথা চিন্তা করে দেশ ও জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন স্বার্থে এবার উক্ত ৬৩ একর জমির মধ্যে ২৮ একর জমিতে আউশ ধান চাষ করেন এবং আউশ ধানের  বাম্পার ফলন হয়েছে ।

২০২৪ সালে বিএডিসি খামারে  নতুন করে আরো  যুক্ত হয়েছে ২৩ একর জমি এ নিয়ে সর্ব মোট এই খামারে জমি পরিমাণ ৮৬ একর।প্রাথমিক ভাবে এতটা সহজ ছিল না বিএডিসি ফার্ম এর জন্য প্রথমে উঁচু নিচু জমি সমান করে তারপর পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করে  সবশেষে     আবাদ উপযোগী করে গরে  তুলার    সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল । উক্ত বেলে-দোঁয়াশ মাটিতে সঠিক সেঁচ ব্যাবস্থা পনায়  আবাদের উপযোগী করে গড়ে তুলেন এ খামার ।

এই খামারে ডেইলি ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করে বলে জানা যায়, শ্রমিকদের সাথে কথা হলে শ্রমিকারা বলেন এই খামারে কাজ করে আমাদের পরিবারে স্বচ্ছলতা ফিরেছে।পরিবার নিয়ে আমাদের সংসার জীব ভাল চলছে। তারা আরো বলেন আমরা ইতি পূর্ব এখানে তেমন কোন আবাদ দেখিনি বিএডিসি খামার  জমি নেওয়ার পরে থেকে বেপক ভাবে এখানে ধান, আলু চাষ হচ্ছে ।এখান কার ধান ও আলু দিয়ে বিজ তৈরি হয় ।

কৃষিবিদ মো: আবু তালেব মিঞা   বলেন, এবার এ খামারে ব্রি ৯৮ আউশ ধান ২৮ একর জমিতে চাষ করা হয়েছে। এবার জমি থেকে ৪০ মেট্রিক টন ধান বীজ পাবো মর্মে আশা করছি। এ খামার থেকে যে বিজ পাওয়া যাবে সেই বীজ দিয়ে ৪০০০ একর জমিতে কৃষক ভাইয়েরা ফসল উৎপাদন করতে পারবে, এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।ধান শেষে জমিগুলো আলু রোপনের জন্য আমরা প্রস্তুত করব । তিনি আরো বলেন এ জমিগুলি আবাদি জমি হিসেবে তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ।

এই বিএডিসি  ফার্মকে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করেছেন বিএডিসি কৃষিবিদ মো: আবু তালেব মিঞা   ।