1:01 am, Tuesday, 17 September 2024

৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা

প্রতিনিধির নাম

আতাউর রহমান, দেবীগঞ্জ

পঞ্চগড়: দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর/২০২৪) দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জয়নুল হক বাদী হয়ে তার উপর হামলা, দোকান ভাঙচুর, টাকা ছিনতাই এবং চাঁদাবাজি ও হত্যা চেষ্টার ঘটনায় ঐ ৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু , দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি   আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে কায়েদে আজম, কৃষক লীগ নেতা ইউসুফ আলী ও মো. শফিক।

মামলার এজাহারের আলোকে  জানা যায়, গত বছর ২৮ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের মড়াতল্লী বাজারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হকের দোকানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রথমে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী জয়নুলের মাথায় রাম দা দিয়ে চোট দেয়া হয় এবং বাকি আসামিরা তার শরীরের আঘাত করতে থাকেন। আহত অবস্থায় বাচার জন্য সেখান দৌড়ে আব্দুল বাকীর বাসায় আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় অভিযুক্ত আসামিরা এবং জয়নুল হকের গলা চেপে ধরে শ্বাস রোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জয়নুল হক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনের নামে দেবীগঞ্জ থানায় মারধর, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 07:35:46 pm, Friday, 6 September 2024
46 বার পড়া হয়েছে
error: Content is protected !!

৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা

আপডেট সময় : 07:35:46 pm, Friday, 6 September 2024

আতাউর রহমান, দেবীগঞ্জ

পঞ্চগড়: দেবীগঞ্জে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর/২০২৪) দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জয়নুল হক বাদী হয়ে তার উপর হামলা, দোকান ভাঙচুর, টাকা ছিনতাই এবং চাঁদাবাজি ও হত্যা চেষ্টার ঘটনায় ঐ ৮ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু , দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি   আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে কায়েদে আজম, কৃষক লীগ নেতা ইউসুফ আলী ও মো. শফিক।

মামলার এজাহারের আলোকে  জানা যায়, গত বছর ২৮ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের মড়াতল্লী বাজারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হকের দোকানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রথমে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী জয়নুলের মাথায় রাম দা দিয়ে চোট দেয়া হয় এবং বাকি আসামিরা তার শরীরের আঘাত করতে থাকেন। আহত অবস্থায় বাচার জন্য সেখান দৌড়ে আব্দুল বাকীর বাসায় আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় অভিযুক্ত আসামিরা এবং জয়নুল হকের গলা চেপে ধরে শ্বাস রোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জয়নুল হক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনের নামে দেবীগঞ্জ থানায় মারধর, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।