জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বোয়ালিয়া পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভায়
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বোয়ালিয়া পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভায়
মো: মোজাফফর হোসেন,
স্টাফ রিপোর্টার রাজশাহী।
রাজশাহী নগরীর জয় বাংলা চত্ত্বরে বোয়ালিয়া পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে স্মরণ সভায়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন বলেছেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।তিনি আরো বলেন- বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরো বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যানে কাজ করে যেতে পারেন।
গত বুধবার (২৩আগস্ট) বিকেলে নগরীর বাটার মোড় জয় বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে বোয়ালিয়া পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাধারণ সম্পাদক, শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া পূর্ব থানা আওয়ামী লীগ রাজশাহী মহানগর, আব্দুস সালাম সভাপতি বোয়ালিয়া থানা আওয়ামী লীগ রাজশাহী মহানগর, আরও উপস্থিত নুরে আলম খান পাপ্পু সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয়,বোয়ালিয়া পূর্ব ও পশ্চিম থানার অন্তর্গত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ, রাজশাহী ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন । এছাড়াও সভা সঞ্চালনা শামসুজ্জামান রতন সাধারণ সম্পাদক বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগ রাজশাহী মহানগর।