কৃষি সমৃদ্ধি রবি ২০২৪-২৫ অর্থবছরের সূর্যমুখী ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের বরগুনায় মাঠ দিবস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:
কৃষি সমৃদ্ধি , রবি ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আমতলী উপজেলার সেকান্দার খালি ব্লক, নীলগঞ্জ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিস, আমতলী বরগুনার আয়োজনে ফসলের প্রদর্শনীতে সূর্যমুখী জাত “হাইসান ৩৬” প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌসী আক্তার, যুগ্ম প্রধান, ফসল অনুবিভাগ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন।সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আরশেদ আলী চৌধুরী, প্রকল্প পরিচালক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। এসময় স্বাগত বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ইছা।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পতিত জমি ব্যবহার করে সূর্যমুখী চাষের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।এই ধরনের কার্যক্রম কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও চাষাবাদের নতুন ধারণা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।