সিলেটে সতর্ক বিজিবি, এক মাসে ২৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নানা ধরণের মাদক, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, গরু, কাপড়সহ বিভিন্ন পণ্যেরে চোরাচালান কিছুতেই থামানো যাচ্ছে না। বরং অনেকটা ওপেন সিক্রেটের মতোই চলছে এসব কাজ। সীমান্তে অবৈধপথে আসছে কোটি কোটি টাকার চোরাচালান মালামাল।
চোরাইপথের এই অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। প্রতিদিনই সীমান্তে জব্দ হচ্ছে কোটি কোটি টাকার বড় বড় ভারতীয় চালান। তবে চোরাচালান ঠেকাতে মরিয়া সিলেটের বিজিবি।
সিলেটভিউ২৪ডটকমে প্রকাশিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, গত অক্টোবরের ১ তারিখ থেকে চলতি নভেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত এই ৩৬ দিনে অন্তত ২৬ কোটি ৩১ লাখ টাকার ভাতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সংশ্লিষ্টরা বলছেন, সংবাদমাধ্যমে অপ্রকাশিত ঘটনা তথ্যগুলো গণনায় নিয়ে আসলে এই সংখ্যা আরো বেশী হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সর্বশেষ সোমবার (৫ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা নেতৃত্বে, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।
১ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। অভিযানে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, থ্রি পিস, কসমেটিক সামগ্রী, মখমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা পণ্য আটক হয়
৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। ২৭ অক্টোবর ও ২৯ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর পৃথক অভিযানে ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। ২৩ ও ২৪ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অভিযানে পৃথক অভিযানে ভারতীয় ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন ধরণের ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি।
২১ ও ২২ অক্টোবর সিলেটে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও বাংলাদেশী রসুনসহ ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
১১ অক্টোবর সুনামগঞ্জ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে সাড়ে ৬৩ লক্ষ টাকার ভারতীয় আপেল জব্দ হয়। ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে বালু সরিয়ে জব্দ করেছে প্রায় ৫০ লাখ টাকার চিনি। ১৩ অক্টোবর সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেটসহ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
এরপর ১৩ অক্টোবর সুনামগঞ্জ সীমান্তে জব্দ সাড়ে ২২ হাজার কেজি ভারতীয় আপেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোবর সিলেটের সীমান্ত এলাকায় ৪২ লক্ষ ১৫ হাজার ২৪০ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়। ১৬ থেকে ১৮ অক্টোবর অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র হাতে মোটরসাইকেলসহ ৩৪ লাখ টাকার চো রা ই মালামাল জব্দ হয়। ২০ অক্টোবর সিলেটে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ হয়।
২ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করে বিজিবি।
৭ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ হয়। একই দিন সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়।
৭ থেকে ৯ অক্টোবর সিলেট সীমান্তে পৃথক ৫ অভিযানে ৬৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই চিনি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টিম ৭ থেকে ৯ অক্টোবর- এই দুই দিনে অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে ট্রাকে বালুর নিচ থেকে ৫০ লাখ টাকার চিনি, সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন স্থান থেকে আরও ২৮০০ কেজি চিনি ও সীমান্ত থেকে প্রায় ৫ লাখ টাকার ৭টি গরু এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
৯ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পৃথক দুটি অভিযানে সিলেটে অবৈধভাবে আনা পৌনে ১ কোটি টাকার ভারতীয় চিনি জব্দের খবর পাওয়া যায়।
সুত্র: সিলেট ভিউ২৪