সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনার ১০ দিন পর যুবকের মৃত্যু
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের দেলোয়ার মোল্যার ছেলে শামীম মোল্যা (২০) মোটরসাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। উল্লেখ্য গত ১৭ আগস্ট ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া সড়কে দিকে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিফাত শিকদার (১৬) নিহত সহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে শামীমের অবস্থা আরো বেশি আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়। ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোর রাত ৩ টার দিকে শামীম মৃত্যুবরন করেন। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।