ঘোড়াঘাটে বিড়াল মারার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে সালমান ফারসি (২১) নামে এক যুবকের রোববার সকালে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বুলাকীপুর ইউনিয়নে চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।স্থানীয়রা জানায়, নিজ খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে দীর্ঘদিন থেকে সালমান খামারের চারিদিকে উন্মুক্ত গুনার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতেও তিনি বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে মুরগির খামারে খাবার দিতে গেলে পা পিছলে সংযোগরত তারে জরিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তার মা তাকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।