বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন হলো আশরাফুল
- আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে আশরাফুল ইসলাম নামের সে যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ও আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।
নিহতের নাম আশরাফুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলি বটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এসএস ফ্যাশন নামক একটি কারখানা পরিচালনা করেন।
গুরুতর আহত হয়েছেন তাসলিমা খাতুন (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। তাসলিমা নিহত আশরাফুলের কারখানায় শ্রমিকের কাজ করেন।
হত্যাকাণ্ডে অভিযুক্ত হলেন আজিজুল হক (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আজিজুল হক পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।
নিহত আশরাফুল ইসলামের শ্যালক আশরাফুল আলম বলেন, ‘আনুমানিক সাত বছর যাবৎ দুলাভাই আমার বোন ফাতেমাকে নিয়ে শ্রীপুরে থাকেন। তাদের দাম্পত্য জীবনে আনামনি নামে দুই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। দুলাভাই চন্নাপাড়া গ্রামে এসএস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করেন। দুপুরে স্থানীয়রা ফোনে বিষয়টি জানালে ঘটনাস্থলে এসে দেখি-আজিজুল হকের ঘরের মেঝেতে গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। কি কারণে দুলাভাইকে কুপিয়ে খুন করা হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।
চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল জানান, আশরাফুলের পোশাক কারখানায় চাকরি করেন আজিজুলের স্ত্রী তাসলিমা। নিজের কারখানায় চাকরির সুবাদে আজিজুল বাড়িতে না থাকলে প্রায়ই কারখানা থেকে তাসলিমাকে নিয়ে বাড়িতে আসতেন আশরাফুল। তাসলিমার স্বামী আজিজুল না থাকায় আজও বাড়িতে আসেন আশরাফুল। দুপুরের দিকে আজিজুল বাড়ি এসে ঘরের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করে ঘরের দরজা খোলার পর আশরাফুলকে ঘরে দেখতে পায়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে ওই যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ দেখে দুজনকে কুপিয়ে পালিয়ে যান আজিজুল। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। আহত তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।