বিরামপুরে খালার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের স্বীকার থানার অভিযোগ
যাদব চন্দ্র রায়, বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর :
বিরামপুর উপজেলার রাস্তা চলাচলের সময় ২জন তরণী কে এলাকায় দূর্বৃত্তকারী যুবকদের দ্বারা ধর্ষণের স্বীকার বিরামপুর থানায় অভিযোগ দ্বায়ের। আজ (২৯ আগষ্ট-২৩) বিরামপুর থানায় দ্বায়েরকৃত অভিযোগ মতে জানা যায়,দিনাজপুর বিরামপুরে খালার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের স্বীকার হয়েছেন ২জন তরুণী।
এ বিষয়ে সরেজমিনে জানা যায় যে,বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের রণগ্রাম মহল্লার তনছের আলী কবিরাজের ছেলে মোঃ কামরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে গত ২৭ আগষ্ট-২৩ তার মামাতো বোন জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা নামক মহল্লার মোছাঃ জোনাকি (২৩),স্বামী মোঃ মানিউল ও মোছাঃ জুথি(১৬),পিতা মোঃ আবুল কালাম আজাদ। খাওয়া দাওয়া শেষে রাত ৯:৪৫ ঘটিকায় তার মামাতো ভাই ও বোনেরা জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে শিয়ালপাড়া (নদীর বাক) নামক স্থানে দূর্বৃত্তকারীরা দামোদর পুর মহল্লার ,মোঃ ওয়েহদুলের ছেলে (১)মোঃ ফিজার(২২),খায়রুল ইসলামের ছেলে (২)মোঃ রাসেল (৩৫), রনগ্রাম মহল্লার মৃত্যু খালেকের ছেলে (৩) মোঃ দুখু মিয়া (৪০),মৃত্যু আছর উদ্দিনের ছেলে (৪) আঃ লতিফ (৫২),(৫) আব্দুস ছালাম এর ছেলে মোঃ সোলেমান (৪৫) গনসহ আরও অনেকই দেশীয় অস্ত্রের মুখে উক্ত তরণী গণকে তাদের সিএনজি আটক করে তাদের কাছে থাকা এ্যান্ড্রয়েড মোবাইল ফোন সোনার গহনা ব্যাগে থাকা নগদ (৩৫,০০০\-) টাকা ছিনিয়ে নিয়ে নদীর পাড়ে ঝোপঝাড়ের মধ্যে পালাক্রমে ধর্ষন করেন। এবিষয়ে উক্ত তরণীর ভাই কামরুল ইসলাম বাদী হয়ে বিরামপুর থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। এবিযয়ে ভিক্টিমদ্বয়ের নিকট জানতে চাইলে তারা জানান,আমাদের উপর দূর্বৃত্তরা যে পাশবিক নির্ষাতন করেছে ও আমাদের নিকট থেকে অলংকার টাকা কড়ি ছিনতাই করে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এবিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলমান রয়েছে বলে জানান। উক্ত বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।