ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
জয়পুরহাটের ক্ষেতলালে মাটিকাটা ভেকুমেশিনের চাপায় যুবকের মৃত্যু সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন আব্দুস সাত্তার মিলন  দেবীগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক দুই শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও সাহরির আয়োজন করলো বাংলাদেশ প্রতিদিন জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোদা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের মশাল মিছিল। ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী গাইবান্ধার প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা। পলাশবাড়ীতে জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

দেবীগঞ্জ এর সাবেক মেয়র আবু বকর সিদ্দীক এর নিজ এলাকার আবেগী কবিতা ফেসবুকে ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৭ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দীক ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে আসেননি। অজ্ঞাত স্থান থেকে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিতা লিখে তার উপস্থিতি জানান দেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার বেশ চর্চা আছে। সম্প্রতি তার একটি নতুন কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে।

কবিতার নাম (আদিম অকৃত্রিম প্রেম) আবু বকর সিদ্দীক

তুমি বলেছিলে গোধূলি লগন দেখবে আমি বলেছিলাম
ময়নামতির ভাংগা বেঞ্চে বসো আমি আসছি।

তুমি বলেছিলে আকাশ দেখবে আমি বলেছিলাম এন এন এর মাঠে আসো মস্ত খোলা আকাশ দেখবো দুজনে।

তুমি বলেছিলে নিশি রাতের জোনাকি দেখবে আমি করতোয়ার কিনারে নাও বেধে অপেক্ষা করেছি সুদীর্ঘ রজনী।

তুমি বলেছিলে ভালবাসবে আমি বলেছিলাম আমার অধরে এসো অনন্তকালের ভালবাসা জমিয়ে রেখেছি
তোমাকে দিবো বলে।

ময়না মতির ভাংগা বেঞ্চের রট দৃশ্যমান হয়েছে, এন এন এর মাঠের ঘাস ধুসর হয়েছে, করতোয়ার বাধা নাওয়ে বেদের মেয়ে ছেলে খেলা করেছে, তুমি আসোনি ভালবাসোনি!

যদি আসতে ভুল করেও যদি আসতে -এক বেলার
ভালবাসার স্মৃতি নিয়ে তুমি বাকিটা জীবন অনায়াসে
কাটিয়ে দিতে পারতে আদিম অকৃত্রিম প্রেম এক প্রহরের প্রেমও হতে পারে হাজার বছরের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জ এর সাবেক মেয়র আবু বকর সিদ্দীক এর নিজ এলাকার আবেগী কবিতা ফেসবুকে ভাইরাল

আপডেট সময় : ০৪:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দীক ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে আসেননি। অজ্ঞাত স্থান থেকে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিতা লিখে তার উপস্থিতি জানান দেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার বেশ চর্চা আছে। সম্প্রতি তার একটি নতুন কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে।

কবিতার নাম (আদিম অকৃত্রিম প্রেম) আবু বকর সিদ্দীক

তুমি বলেছিলে গোধূলি লগন দেখবে আমি বলেছিলাম
ময়নামতির ভাংগা বেঞ্চে বসো আমি আসছি।

তুমি বলেছিলে আকাশ দেখবে আমি বলেছিলাম এন এন এর মাঠে আসো মস্ত খোলা আকাশ দেখবো দুজনে।

তুমি বলেছিলে নিশি রাতের জোনাকি দেখবে আমি করতোয়ার কিনারে নাও বেধে অপেক্ষা করেছি সুদীর্ঘ রজনী।

তুমি বলেছিলে ভালবাসবে আমি বলেছিলাম আমার অধরে এসো অনন্তকালের ভালবাসা জমিয়ে রেখেছি
তোমাকে দিবো বলে।

ময়না মতির ভাংগা বেঞ্চের রট দৃশ্যমান হয়েছে, এন এন এর মাঠের ঘাস ধুসর হয়েছে, করতোয়ার বাধা নাওয়ে বেদের মেয়ে ছেলে খেলা করেছে, তুমি আসোনি ভালবাসোনি!

যদি আসতে ভুল করেও যদি আসতে -এক বেলার
ভালবাসার স্মৃতি নিয়ে তুমি বাকিটা জীবন অনায়াসে
কাটিয়ে দিতে পারতে আদিম অকৃত্রিম প্রেম এক প্রহরের প্রেমও হতে পারে হাজার বছরের।