দেবীগঞ্জ এর সাবেক মেয়র আবু বকর সিদ্দীক এর নিজ এলাকার আবেগী কবিতা ফেসবুকে ভাইরাল

- আপডেট সময় : ০৪:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৭ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দীক ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে আসেননি। অজ্ঞাত স্থান থেকে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিতা লিখে তার উপস্থিতি জানান দেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার বেশ চর্চা আছে। সম্প্রতি তার একটি নতুন কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে।
কবিতার নাম (আদিম অকৃত্রিম প্রেম) আবু বকর সিদ্দীক
তুমি বলেছিলে গোধূলি লগন দেখবে আমি বলেছিলাম
ময়নামতির ভাংগা বেঞ্চে বসো আমি আসছি।
তুমি বলেছিলে আকাশ দেখবে আমি বলেছিলাম এন এন এর মাঠে আসো মস্ত খোলা আকাশ দেখবো দুজনে।
তুমি বলেছিলে নিশি রাতের জোনাকি দেখবে আমি করতোয়ার কিনারে নাও বেধে অপেক্ষা করেছি সুদীর্ঘ রজনী।
তুমি বলেছিলে ভালবাসবে আমি বলেছিলাম আমার অধরে এসো অনন্তকালের ভালবাসা জমিয়ে রেখেছি
তোমাকে দিবো বলে।
ময়না মতির ভাংগা বেঞ্চের রট দৃশ্যমান হয়েছে, এন এন এর মাঠের ঘাস ধুসর হয়েছে, করতোয়ার বাধা নাওয়ে বেদের মেয়ে ছেলে খেলা করেছে, তুমি আসোনি ভালবাসোনি!
যদি আসতে ভুল করেও যদি আসতে -এক বেলার
ভালবাসার স্মৃতি নিয়ে তুমি বাকিটা জীবন অনায়াসে
কাটিয়ে দিতে পারতে আদিম অকৃত্রিম প্রেম এক প্রহরের প্রেমও হতে পারে হাজার বছরের।