টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ” ৯৮ বস্তা চাল ও ট্রাক জব্দ” ডিলার গ্রেফতার
সোহরাব বরগুনা সংবাদদাতা:
খাদ্য বান্ধব কর্মসূচির টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র মজুদ করার অভিযোগে ডিলারসহ ৯৮ বস্তা চাল জব্দ করেছে বরগুনা ডিবি পুলিশ।মঙ্গলবার ২৯ আগষ্ট সকাল সাড়ে আটটায় বরগুনা গগন স্কুল সংলগ্ন মূল সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ বশির আলমের নেতৃত্বে এসআই মোঃ ইমাম হোসেন সোহাগ, এস আই বশির আহমেদ ,এএসআই রুবেল সহ সঙ্গীয় ফোর্স অভিযুক্ত ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত সজীব খান বরগুনার, তালতলী উপজেলার, পিকে স্কুল সংলগ্ন চন্দন তলা গ্রামের মোঃ জামাল খানের ছেলে, তিনি দীর্ঘদিন যাবত আম্মাজান এন্টারপ্রাইজ নামের ডিলারশিপ এর ব্যবসা করে আসছেন। এ সময় ঢাকা মেট্রো ২১-৪৮৫২ নাম্বার একটি ট্রাক পরিবহনে ব্যবহৃত ৯৮ বস্তা চাল জব্দ করেন ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান, তালতলী উপজেলা এলাকার টিসিবি’র ডিলার ন্যায্য দামে বিক্রির জন্য পণ্যদ্রব্য তাঁর দোকানে বা গুদামে রাখার কথা। কিন্তু ডিলার সজিব খান এই পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাক পরিবহনে তালতলী থেকে বরগুনা সদরে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে গগন স্কুল সংলগ্ন মূল সড়ক থেকে আটক করা হয়। আটককৃত সজিব এর বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করাহয় ।