pub-4902861820262150
8:04 pm, Thursday, 10 October 2024

গাইবান্ধার বোনারপাড়ায় পুণরায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বৃহত্তর রংপুর বিভাগের ৮জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করছেন। যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।এই সরকার মান্দাতা আমলের কৃষি ব্যবস্থাকে যান্ত্রিক কৃষি ব্যবস্থায় উন্নতিকরণ করেছেন। এই দেশের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে কাজ করছেন।এই দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়ন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান করছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় ঘোষণা করে রেল বিভাগকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। যা ইতিপৃর্বে কোন সরকার করে নাই।তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি-জামায়াত জোট ক্ষমতার লোভে দেশব্যাপী পুনরায় আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ইতোপূর্বেও এই দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের এই আগুন সন্ত্রাস বন্ধ করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন।

এতে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপনের সঞ্চালোচনায় এসময় আরও বক্তব্য রাখেন , জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -০২ আসনের মাননীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি)
আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগের সফল সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা সহসভাপতি হায়দার আলী, আওয়ামী লীগ নেতা আহসান কবির, ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফারুক আর্মিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

উল্লেখ,বিগত ২০১০ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন হঠাৎ চলাচল বাতিল করে দেয়। বর্তমানে বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বী.মু.সি.ই পর্যন্ত ২৬৪ কিলোমিটার রুটের ২৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে
দ্বিতীয় মেইল ৫৯/৬০নং ওই ট্রেনটি।

নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 05:27:54 pm, Tuesday, 29 August 2023
134 বার পড়া হয়েছে
error: Content is protected !!

গাইবান্ধার বোনারপাড়ায় পুণরায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

আপডেট সময় : 05:27:54 pm, Tuesday, 29 August 2023

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বৃহত্তর রংপুর বিভাগের ৮জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করছেন। যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।এই সরকার মান্দাতা আমলের কৃষি ব্যবস্থাকে যান্ত্রিক কৃষি ব্যবস্থায় উন্নতিকরণ করেছেন। এই দেশের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে কাজ করছেন।এই দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়ন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান করছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় ঘোষণা করে রেল বিভাগকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। যা ইতিপৃর্বে কোন সরকার করে নাই।তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি-জামায়াত জোট ক্ষমতার লোভে দেশব্যাপী পুনরায় আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ইতোপূর্বেও এই দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের এই আগুন সন্ত্রাস বন্ধ করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন।

এতে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপনের সঞ্চালোচনায় এসময় আরও বক্তব্য রাখেন , জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -০২ আসনের মাননীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি)
আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগের সফল সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা সহসভাপতি হায়দার আলী, আওয়ামী লীগ নেতা আহসান কবির, ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফারুক আর্মিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

উল্লেখ,বিগত ২০১০ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন হঠাৎ চলাচল বাতিল করে দেয়। বর্তমানে বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বী.মু.সি.ই পর্যন্ত ২৬৪ কিলোমিটার রুটের ২৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে
দ্বিতীয় মেইল ৫৯/৬০নং ওই ট্রেনটি।

নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮