করিমগঞ্জ থানার ওসি সহায়তায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে রফিকুল ইসলাম
মোঃ জনি হোসেন, করিমগঞ্জ প্রতিনিধিঃ
যুবক তুমি মাদকের কাছে যেওনা গো হেড়ে। সুস্থ জীবন গড় তুমি মাদক সেবন ছেঁড়ে জাগ্রত বিবেক মানবিক সংগঠন ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সহায়তায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন মো. রফিকুল ইসলাম (ওরফে টেম্পু রফিক)
বুধবার (৩০ আগস্ট) সকল ১১ টায় করিমগঞ্জ থানা কার্যালয়ে ডেকে এনে তাঁর গলায় ফুলের মালা গলায় পরিয়ে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল (এএসপি) একেএম শাহীন মন্ডল,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. শামছুল আলম সিদ্দিকী করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান,জাগ্রত বিবেক মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলম,জাগ্রত বিবেক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহমুদুর রহমান রনি ও পৌর ছাত্রলীগ নেতা অর্জুন সুত্রধর।
এ প্রসঙ্গে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, এলাকার আলোচিত মাদকসেবী ও ব্যবসায়ী ছিলেন রফিকুল ইসলাম (ওরফে টেম্পু রফিক) তার নামে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার কথা বিশেষ বিবেচনা করা হয়।সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল এএসপি একেএম শাহীন মন্ডল ও জাগ্রত বিবেক মানবিক সংগঠনের সহায়তায় থাকে মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আনতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।
তিনি আরো বলেন, কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তবে তাদের পূর্ণ সহযোগিতা করবে করিমগঞ্জ থানা পুলিশ। প্রয়োজনে তাদের পুনর্বাসনের সুব্যবস্থা করবে বলে জানান করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী। মাদক বিক্রি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (ওরফে টেম্পু রফিক)বলেন,মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে আমি ভুল করেছিলাম।আমার ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমরা আর মাদক বিক্রি করব না। এখন থেকে কাজ করে উপার্জন করব।