এইমাত্র প্রকাশিত
বরগুনায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়কের শুভাগমন উপলক্ষে আনন্দ র্যালি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল পেদার শুভ আগমন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় বরগুনা ক্রোক এলাকা থেকে শুরু হওয়া এই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন মোঃ জুয়েল প্যাদা, তিনি আমি বরগুনার জনগণের সেবা করতে চাই। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। র্যালি শেষে জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দলের ঐক্য বজায় রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।