pub-4902861820262150
4:43 pm, Wednesday, 9 October 2024

রংপুরে পেনশ ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

ডেক্স রিপোর্ট।

𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-31.08.2023]

আজ ৩১ আগস্ট সন্ধা ০৭:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলন কক্ষে জনাব মো: আতাউর রহমান প্রামানিক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিবি, রংপুর, (পেনশন জনিত); জনাব মো: মাহাবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর, রেশন স্টোর, রংপুর;(বদলি জনিত) ও জনাব মোছা: কামরুন্নাহার, উচ্চমান সহকারী, রেশন স্টোর, রংপুর (অবসর জনিত), গনের বিদায় উপলক্ষে পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), রংপুর: জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রংপুর; জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; ডিআইও-১, ওসি ডিবি, আরওআই, আরআই মহোদয়গণসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার কথা তুলে ধরেন এবং একসাথে কাজ করার স্মৃতিচারণ করেন।

পুলিশ সুপার মহোদয় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল ও উপহার দেন এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করেন।

নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮

নিউজ সংগ্রহ জেলা পুলিশ রংপুর ফেসবুক পেইজ থেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 04:40:43 pm, Thursday, 31 August 2023
184 বার পড়া হয়েছে
error: Content is protected !!

রংপুরে পেনশ ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : 04:40:43 pm, Thursday, 31 August 2023

𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-31.08.2023]

আজ ৩১ আগস্ট সন্ধা ০৭:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলন কক্ষে জনাব মো: আতাউর রহমান প্রামানিক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিবি, রংপুর, (পেনশন জনিত); জনাব মো: মাহাবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর, রেশন স্টোর, রংপুর;(বদলি জনিত) ও জনাব মোছা: কামরুন্নাহার, উচ্চমান সহকারী, রেশন স্টোর, রংপুর (অবসর জনিত), গনের বিদায় উপলক্ষে পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), রংপুর: জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রংপুর; জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; ডিআইও-১, ওসি ডিবি, আরওআই, আরআই মহোদয়গণসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার কথা তুলে ধরেন এবং একসাথে কাজ করার স্মৃতিচারণ করেন।

পুলিশ সুপার মহোদয় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল ও উপহার দেন এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করেন।

নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮

নিউজ সংগ্রহ জেলা পুলিশ রংপুর ফেসবুক পেইজ থেকে।