সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন এর বাগবাড়ি মোড়ে চায়ের দোকানে আগুন
স্টাফ রিপোর্টারঃ এম, মাসুদ রানা সুমন।
গতকাল ১ লা সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার আনুমানিক রাত্রী ৯.৩০ মিনিটে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের বাগবাড়ি মোড় জাফিকমপ্লেক্স সংলগ্ন চায়ের দোকানে সিলিন্ডার হতে আগুন ধরে গ্যাস লাইনে এবং ফ্রীজে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগুন ক্রমশ বেড়ে পাশের মার্কেটে ধরার উপক্রম হয়ে যায়।
উপস্থিত জনতা ফায়ার সার্ভিস টিমকে ফোন করলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিম এসে প্রায় ১.৩০ মিনিটে আগুন নেভাতে চেষ্টা করে।
আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় স্ট্যান্ডার্ড গ্রুপ এর স্টারলিং লিমিটেড হতে পানি সরব্রাহ করে ফায়ার সার্ভিস টিমকে সহায়তা করেন।
দীর্ঘ এক /দেড় ঘণ্টা ফায়ার সার্ভিস টিম এবং উপস্থিত জনগণের সহায়তায় সর্বোচ্চ চেস্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে দেখা যায় চায়ের দোকান ব্যতিরকে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি হতাহতের মত ঘটনাও ঘটেনি। তবে গ্যাস লাইনের লিকেজের ফলে যেভাবে আগুন ধরেছিল ফায়ার সার্ভিস টিম সময় মতো হাজির না হলে এই আগুনের তীব্রতায় আশেপাশের সকল মার্কেট পুড়ে ছাই হয়ে যেতে পারত। স্থানীয় জনগণ ফায়ার সার্ভিস টিমসহ স্ট্যান্ডার্ড গ্রুপ পানি দিয়ে সহায়তা করায় কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে দোয়া করেছেন।