পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল ঘেঁষে বিটুমিনের মিশ্রন, স্থানীয়দের ক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল ঘেঁষে টায়ার, জুতো পুড়িয়ে চলছে বিটুমিন মিশ্রণের কাজ। রবিবার (৩- সেপ্টেম্বর) জেলার ২০ নং শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল ঘেঁষে এই বিটুমিন, পাথর মিশ্রণ করা হয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, স্কুল খোলা রয়েছে। শিশুরা অনেকেই মাঠে খেলাধুলা করছে। অনেকেই বিটুমিন পোড়ানোর স্থানের খুব কাছে থেকে তা দেখছে। পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কের পাশে এবং বিদ্যালয়ের ওয়াল ঘেঁষে টায়ার, জুতো সহ প্লাস্টিকের বিভিন্ন জিনিস পুড়িয়ে বিটুমিন ও পাথর মিশ্রণ করা হচ্ছে। আর এর কালো ধোঁয়ার কারনে চারদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে। স্থানীয়রা জানান, এই কালো ধোঁয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সহ্য করতে পারি না। স্কুলের শিশুরা বলেন, আমরা জানি এটা বিষাক্ত। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার পরেও এখানে তারা বিষাক্ত কালো ধোঁয়া সৃষ্টি করে কাজ করছে। এই ধোয়া আমরা সহ্য করতে পারি না। বমি বমি ভাব, মাথা ঘুরছে , নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বোলে জানান শিক্ষার্থী সহ স্থানীয় শিশুরা। বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, এই ধোঁয়া শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের না জানিয়ে হটাৎ করে তারা এই কাজ করছে। আমাদের স্কুলে ক্লাশ চলছে। শিশুরা সবাই দশ বছরের নিচে। আমরা বিষয়টি নিয়ে উদ্ধতর্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি নিয়ে স্কুল কমিটি ও যারা প্রতিষ্ঠানের দ্বায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করছি সেটা বন্ধ করতে।