রাজশাহী বিশ্ববিদ্যালয় ২য় আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা উদ্বোধন
শ্রাবন্তী ইসলাম, স্টাফ রিপোর্টার রাজশাহী।
আজ ০৩-০৯-২০২৩ সকাল ১০ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জিমন্যাসিয়ামে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটি কর্তৃক আয়োজিত ২য় আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, উপস্থিত ছিলেন ফিকচার ও বাইলজ কমিটির আহ্বায়ক প্রফেসর মোসলেহ্ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আরিফুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানদো সমিতির যুগ্ন আহবায়ক এবং রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর প্রধান প্রশিক্ষক- মোঃ মোজাফফর হোসেন বুলু (তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান) সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ।
উক্ত তায়কোয়ানদো খেলা পরিচালনায় দায়িত্বরত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান – মোঃ কামরুজ্জামান চঞ্চল (প্রধান বিচারক), তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান – মোঃ আব্দুর রহমান (রেফারী), তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান – আবুল কালাম আজাদ মাসুদ (রেফারী),রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর সহকারী প্রশিক্ষক ও তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান – মুমিত হাসান ব্রাইট (রেফারী), তায়কোয়ানদো কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট ২য় ড্যান – মোঃ নাইম (রেফারী)। প্রতিযোগিতায় ২১টি বিভাগের মোট ৮৫ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সম্মানিত সভাপতি ও কৃষি অনুষদের ডীন প্রফেসর মোঃ আঃ আলিম। উক্ত প্রতিযোগিতার সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ০৫-০৯-২০২৩ তারিখে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮