সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
তানভীর তুহিন, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সদরপুর থানা প্রাঙ্গানে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম সেবা বলেন, মাদকদ্রব্য, জুয়া, নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্নহত্যা প্রবণতা রোধকল্পে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের একসঙ্গে কাজ করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উন্মোচন করা যাবে।
অনুষ্ঠানে সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমে এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা সহ উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮