জয়পুরহাটে এক ছত্রাবাসে গাঁজার গোডাউন, আটক ২ মাদক কারবারি
জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াদ শাহরিয়ার।গ্রেপ্তারকৃতরা হলেন, চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন ও মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল ।
র্যাব-৫ এর অধিনায়ক জানান, জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে বিপুল পরিমান গাঁজা মজুদ করে দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারিদের নিকট বিক্রি করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র্যাব- ৫, সিপিসি- ৩ এর জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের দিক নির্দেশনায় অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে কাগজে মোড়ানো অবস্থায় দেড়শো কেজি গাঁজাসহ সাব্বির ও রতনকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।