দেবীগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

- আপডেট সময় : ০২:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৬৬২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক ।
অভিযুক্ত শিক্ষকের নাম রেজওয়ান পারভেজ (২২)। তিনি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মোশাররফনগর এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলূম মাদরাসার (লিল্লাহ বোডিং ও এতিমখানা) আবাসিক শিক্ষক। রেজওয়ান পারভেজ বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটে ১৬ মার্চ রাতে মাদরাসার আবাসিক ভবনে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মানিক হোসেন ১৭ মার্চ দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৬ মার্চ গভীর রাতে ওই শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করেন। পরে শিক্ষার্থীকে কোরআন শরীফের ওপর হাত রেখে শপথ করিয়ে এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দেন। ভয়ে সে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে এক প্রতিবেশীকে ঘটনাটি জানালে তিনি শিক্ষার্থীর বাবাকে বিষয়টি অবহিত করেন। এরপর তার বাবা মাদরাসার অধ্যক্ষ নূরনবীকে জানান, যিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
পরে থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক রেজওয়ান পারভেজকে পুলিশ গ্রেপ্তার করে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রেজওয়ান পারভেজকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।