বরগুনায় হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
সোহরাব বরগুনা সংবাদদাতা:
বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এর কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে “হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম” আরো বেগবান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর তত্বাবধায়নে এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন এর প্রচেষ্টার মাধ্যমে ০২(দুই)টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিক মোছাঃ তাছলিমা (৪৬), পিতা: আতাহার হাওলাদার, সাং-বাদুরগাছা, ওয়ার্ড -শারিকখালী (৪নং ইউ,পি), থানা -তালতলী, জেলা -বরগুনা ও মিরাজ শিকদার (৩২), পিতা: মোঃ আলম শিকদার, সাং নামিশেপাড়া, ওয়ার্ড -নিশানবাড়ীয়া (৬নং ইউ,পি), থানা -তালতলী, জেলা -বরগুনাদের বুঝিয়ে দেয়া হয়। তারা বরগুনা জেলার পুলিশ সুপার ও তালতলী থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন।