আমতলীতে পৃথকভাবে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত!
- আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
‘সিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই শ্লোগানকে সামনে নিয়ে বরগুনার আমতলী উপজেলা, পৌর বিএনপি পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির (একাংশের) উদ্যোগে ও উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে র্যালি এবং আলোচনার সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে সকাল থেকে নেতা- কর্মীরা উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকিরের বাড়ির সামনে জড়ো হয়ে এক বর্নাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে র্যালিটি উপজেলা পরিষদের সামনের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বহিস্কৃত উপজেলা বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হামিম খান, মাহবুব সিকদার, মো. ইলিয়াস হোসেন, পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির , সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে বৃহস্পতিবার সকালে বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা অভিযোগ করে বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরকে দল থেকে বহিষ্কার করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলায় কেন্দ্রীয়ভাবে র্যালির কোন কর্মসূচি না থাকলেও শুধু মাত্র দলে বিভক্ত সৃষ্টির জন্য ও তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী মো. তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে জালাল উদ্দিন ফকির আজকে ওই র্যালির কর্মসূচি পালন করেছে।