পীরগঞ্জে খামারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু, ছাগল ও মুরগী খামারীদের নিয়ে প্রশিক্ষণ কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উন্নয়ন সংস্থা হোপ বাংলাদেশে’র আয়োজনে নিয়ামতপুর এডিপিতে এই প্রশিক্ষণ হয়। এসময় বক্তব্য রাখেন দক্ষিন কোরিয়া দাতা সংস্থা গুড ফার্মারের সাধারণ সম্পাদক ডং ইয়ং সিউং, হোপ বাংলাদেশ পরিচালক হেসিক পার্ক, উপজেলা প্রানীসম্প্ররণ কর্মকর্তা মনোরঞ্জন দাস, হোপ বাংলাদেশ কো-অডিনেটর অনিল সিংহ, নিয়ামতপুর মিশনের পরিচালক বিষ্ণুপদ রায়, নিয়ামতপুর নারী উন্নয়ন সমিতির সভাপতি মিনতি রায়, নিয়ামতপুর এডিপি ম্যানেজার বিশ্বনাথ রায়, পাষ্টর সুরঞ্জন বাড়ৈ সহ আরো অনেকে।
প্রশিক্ষনে বায়ো সিকিউরিটি, হিট ম্যানেজমেন্ট ও ডিজিস কন্ট্রোল অফ লেয়ার ফার্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদন করা হয়।