শনিবার ০৯ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১৮০০ ঘটিকায় খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোঃ ইসমাইল শেখকে (২৪) ০১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ০২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.