ঠাকুরগাঁওয়ে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাধের জলাশয়ে অভিযান চালিয়ে রিং জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ আয়েশা আক্তার এ অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ রিং জাল, ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিতি টের পেয়ে মাছ শিকারীরা আগেই সটকে পরে। জব্দকৃত জালগুলোর মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে। জব্দকৃত মালামাল বুড়ির বাধের পাশে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ আয়েশা আক্তার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা/কর্মচারীগন ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এ এস আই রতন কুমার সিংহ সহ অন্যান্য পুলিশ সদস্যগন। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ আয়েশা আক্তার বলেন, সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদী-নালা,খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তিনি আরো বলেন, নিষিদ্ধ মাছ ধরার রিং জাল, কারেন্ট জাল, ঘুপসী জাল জব্দ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮