পঞ্চগড় সদর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম সহ আটক -৬
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।।
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় খেলার সরঞ্জাম সহ হাতেনাতে ৬ জন’কে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় ৫ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বৃহষ্পতিবার (১৪- সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার কুরুম নদীর তীরে অভিযান পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদর থানা এলাকায় রাত্রিকালীন টহল পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন এর নেতৃত্বে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেন। এ সময় সদর থানা পুলিশের এসআই শামসুজ্জোহা সরকার, এসআই মোঃ আব্দুল হানিফ, এ এস আই গোলাম রব্বানি, এ এস আই মোঃ আরিফুল ইসলাম পাটোয়ারী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। এতে আটক ৬ জন সহ মোট ১১জনের নাম উল্লখ করে এজাহার দাখিল করেছে পুলিশ। আসামীরা হলেন, মোঃ আমিরুল ইসলাম (৩০), মোঃ আব্দুল হাকিম (৩৮), মোঃ সফিকুল ইসলাম (৩৮), মোঃ শাহিনুর রহমান (২২), মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ (২৩), মোঃ হায়দার আলী (৩৬), মোঃ হায়দার আলী (৪০), মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ দেলোয়ার হোসেন (৩৬), মোঃ মনির হোসেন (২৬), মোঃ নাছিরুল ইসলাম (২৮)। এ সময় জুয়া খেলার সরঞ্জাম এক সেট তাস, নগদ ২০৫০ টাকা, একটি লাল রংয়ের গ্লামার মোটরসাইকেল, একটি কালো রংয়ের গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে আটক আসামীদের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।