পীরগঞ্জে স্থানীয় সরকার দিবসে র্যালী ও আলোচনা সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
” শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” সেবা ও উন্নতি দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ।
রবিবার দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই আলোচনা সভায় হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার হক ও টেলিনা সরকার হিমু প্রমুখ।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।