সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের নয় সদস্য নতুন আহব্বায়ক কমিটি ঘোষনা।
সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের পুরাতন কমিটি বাতিল করে নতুন একজনকে আহবায়ক ও আটজনের সদস্য করে কমিটি ঘোষনা করা হয়েছে।রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং) সাধারন সভায় এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত একটি লোকালে সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারন সভায় প্রস্তাবিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো গৃহীত হয়। এবং সকল সদস্যের সম্মতিক্রমে সবার কার্যক্রম পরিচালনার জন্য মোঃ কামরুল হাসান কে দায়িত্ব দেয়া হয় এবং সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য কামরুল হাসান ও জেসমিন সায়েদের নাম প্রস্তাব করেন , নওরোজ চৌধুরী উক্ত প্রস্তাব সমর্থন করে করতালির মাধ্যমে গৃহীত হইলে জেসমিন সায়েদ সভাপতির দায়িত্ব পালন করেন। সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি করার প্রস্তাব হইলে তাহা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। প্রস্তাব হয় যে, কমিটির আহ্বায়ক একজন ,সাধারণ সদস্য ৮ জন মোট ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে উক্ত প্রস্তাব করতালির মাধ্যমে সকল সদস্য একমত পোষণ করেন, এতে আহব্বায়ক জেসমিন সায়েদ, সদস্য গুলজার হোসেন, আব্দুল আজিজ, নওরোজ চৌধুরী, কামরুল হাসান, মোহাঃ কাওসার আলী ,এ্যানী হোসেন ,খালেদ মোহাম্মাদ আলী ,বাদল রহমান , নয় সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষনা করেন।নতুন আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করিবেন। পরিশেষে সবার সভাপতি জেসমিন সায়েদ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।