10:50 am, Tuesday, 17 September 2024

ঠাকুরগাঁওয়ে ইএসডিও কর্তৃক পলিসি উন্নয়ন বিষয়ক মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আর এম টি পি – “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্প ” এর আওতায় মাল্টি স্টেক হোল্ডারদের নিয়ে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসি প্রয়োগ বিষয়ক কর্মশালা মংগলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঠাকুরগাঁও এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, ভ‍্যালু চেইন উন্নয়নের কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: নুরুল ইসলাম জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (প্রাণিসম্পদ), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সভাপতি ঠাকুরগাঁও ডেইরি এসোসিয়েশন, সভাপতি ঠাকুরগাঁও কসাই সমিতি, উপজেলা স‍্যানিটারি ইনস্পেক্টর, ডা: দেবব্রত রায় ব্র‍্যাক কৃত্রিম প্রজনন, বিশ্বজিৎ কুমার প্রতিনিধি এসিআই ফিড কোম্পানী, এলএসপি, বিভিন্ন চিজ ফ‍্যাক্টরীর মালিকবৃন্দ, লিড খামারী, গ্যাপ মাস্টার ট্রেইনার সহ বিভিন্ন ইন্টারভেনশন এর আওতায় বিভিন্ন স্টেকহোল্ডার বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে প্রেজেন্টেশনের মাধ‍্যমে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ‍্য উপাও তুলে ধরেন প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন এ সময় নিরাপদভাবে দুধ উৎপাদন এবং পরিবহনের জন‍্য গোয়ালাদের স্বাস্থ্যসম্মত ক্যান এর ব্যবহার এবং এ বিষয়ে প্রশিক্ষণ, চীজ ফ‍্যাক্টরীর সনদায়ন, কসাইদের নিরাপদ মাংস বিক্রয়ে করণীয়, কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের নীতিমালা বিষয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভূমিকা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিরাপদ গো খাদ্য নিশ্চিত করন প্রভৃতি পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেজেন্টেশনের পরে মুক্ত আলোচনার সময় জেলা প্রশিক্ষন কর্মকর্তা (প্রানিসম্পদ) বলেন, ইএসডিও এই প্রকল্পের কাজের মাধ‍্যমে দেশে অনেকাংশে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন এবং এই প্রকল্পের কাজকে বেগবান করার জন‍্য তথা প্রানিসম্পদ সেক্টরকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন‍্য সকল সেক্টরকে নিরাপদভাবে মাংস ও দুধ উৎপাদনের বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামুলক বক্তব‍্য প্রদান করেন। সবশেষে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, ঠাকুরগাঁয়ে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে ইএসডিও আরএমটিপি প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানায় প্রকল্পের কাজের ক্ষেত্রে বর্তমান বিদ‍্যমান পলিসি সহ আরো নতুন পলিসি সম্পর্কে স্টেকহোল্ডার উদ্দেশে বিশদভাবে আলোচনা করেন সেই সাথে কাজের মূল‍্যায়নের প্রেক্ষিতে ৫ জন এলএসপিদের সম্মাননা স্মারক এর ক্রেস্ট তুলে দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 03:40:21 pm, Tuesday, 19 September 2023
115 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ইএসডিও কর্তৃক পলিসি উন্নয়ন বিষয়ক মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ

আপডেট সময় : 03:40:21 pm, Tuesday, 19 September 2023

 

ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আর এম টি পি – “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্প ” এর আওতায় মাল্টি স্টেক হোল্ডারদের নিয়ে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসি প্রয়োগ বিষয়ক কর্মশালা মংগলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঠাকুরগাঁও এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, ভ‍্যালু চেইন উন্নয়নের কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: নুরুল ইসলাম জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (প্রাণিসম্পদ), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সভাপতি ঠাকুরগাঁও ডেইরি এসোসিয়েশন, সভাপতি ঠাকুরগাঁও কসাই সমিতি, উপজেলা স‍্যানিটারি ইনস্পেক্টর, ডা: দেবব্রত রায় ব্র‍্যাক কৃত্রিম প্রজনন, বিশ্বজিৎ কুমার প্রতিনিধি এসিআই ফিড কোম্পানী, এলএসপি, বিভিন্ন চিজ ফ‍্যাক্টরীর মালিকবৃন্দ, লিড খামারী, গ্যাপ মাস্টার ট্রেইনার সহ বিভিন্ন ইন্টারভেনশন এর আওতায় বিভিন্ন স্টেকহোল্ডার বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে প্রেজেন্টেশনের মাধ‍্যমে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ‍্য উপাও তুলে ধরেন প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন এ সময় নিরাপদভাবে দুধ উৎপাদন এবং পরিবহনের জন‍্য গোয়ালাদের স্বাস্থ্যসম্মত ক্যান এর ব্যবহার এবং এ বিষয়ে প্রশিক্ষণ, চীজ ফ‍্যাক্টরীর সনদায়ন, কসাইদের নিরাপদ মাংস বিক্রয়ে করণীয়, কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের নীতিমালা বিষয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভূমিকা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিরাপদ গো খাদ্য নিশ্চিত করন প্রভৃতি পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেজেন্টেশনের পরে মুক্ত আলোচনার সময় জেলা প্রশিক্ষন কর্মকর্তা (প্রানিসম্পদ) বলেন, ইএসডিও এই প্রকল্পের কাজের মাধ‍্যমে দেশে অনেকাংশে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন এবং এই প্রকল্পের কাজকে বেগবান করার জন‍্য তথা প্রানিসম্পদ সেক্টরকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন‍্য সকল সেক্টরকে নিরাপদভাবে মাংস ও দুধ উৎপাদনের বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামুলক বক্তব‍্য প্রদান করেন। সবশেষে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, ঠাকুরগাঁয়ে নিরাপদভাবে দুধ এবং মাংস উৎপাদনে ইএসডিও আরএমটিপি প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানায় প্রকল্পের কাজের ক্ষেত্রে বর্তমান বিদ‍্যমান পলিসি সহ আরো নতুন পলিসি সম্পর্কে স্টেকহোল্ডার উদ্দেশে বিশদভাবে আলোচনা করেন সেই সাথে কাজের মূল‍্যায়নের প্রেক্ষিতে ৫ জন এলএসপিদের সম্মাননা স্মারক এর ক্রেস্ট তুলে দেন।