সাঘাটায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিসংখ্যান দপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায়
আমার চোখে বঙ্গবন্ধু ১মিনিটের ডকুমেন্টারি তৈরি করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২জুলাই)সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহ গণণা ২০২১ইং এর আওতায় তথ্য সংগ্রহের লক্ষ্যে ক্রয়কৃত ট্যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় ট্যাব বিতরণের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি মনোরঞ্জন বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান, উপজেলা পরিসিংখ্যান তদন্তকারী মো:জিল্লুর রহমান সরদার, জেএসএ মো: আইয়ুব আলী,মো: রেজাউল ইসলাম, মোঃ আতিকুর রহমান প্রমুখ।
শেষে ৪শ ৩৪ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়।