নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক আবারো স্বর্ণ উদ্ধার
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।
পঞ্চগড়ে আবারো দুইটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬-বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপি’র টহল দল। মঙ্গলবার (১৯-সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ঘাগড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাধুপাড়া (ডাকঘরঃ হাড়িভাসা, ইউনিয়নঃ হাড়িভাসা, থানা ও জেলা-পঞ্চগড়) নামক স্থানে বাংলাদেশ হতে ভারতে পাচারকালীন সন্দেহজনক ১ জন ব্যক্তিকে ধাওয়া করে। পরে সে দৌড়িয়ে ভারতের দিকে সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। সে সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ পড়ে যায়। পরবর্তীতে বিজিবি‘র টহল দল শপিং ব্যাগ পরীক্ষা করলে মোট ২.১২৬ কেজি ওজনের ২ টি স্বর্ণের বার খুঁজে পায়, যার বর্তমান বাজার মূল্য ১,৬৬,৩৮,০৭৬/- টাকা । উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একই বিওপির টহল দল একটি বিশেষ অভিযানের মাধ্যমে একজন আসামীকে হাতে নাতে ২০ টি স্বর্ণের বারসহ আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ছিল ১৫,৫৭,৬০,৮৭৮/- টাকা। সীমান্তে বিজিবি এর এ ধরণের স্বর্ণ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।