গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ১কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দসহ মুক্তার হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক ১ টার দিকে গাইবান্ধা জেলা পরিষদের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তার হোসেন নামের ব্যক্তি সে লালমনিরহাট সদর উপজেলার হরিণ চওড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে গাইবান্ধা সদর থানার এসআই(নিঃ) জোবাইদুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান
চালিয়ে গাইবান্ধা জেলা পরিষদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মুক্তার হোসেন
নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার কোমরের মধ্যে অভিনব কায়দায় রাখা ১কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এবিষয়ে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।