পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে আদালতে মামলা
পঞ্চগড় জেলা বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের চিলাপাড়া গ্রামে এক অসহায় মহিলা কে মারধরের অভিযোগ উঠেছে ,
ঘটনা টি ঘটেছে বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের চিলাপাড়ায়,, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ইস্কুল শিক্ষিকা রুনা লায়লা ও তার পরিবারবর্গ সহ ছোট বাচ্চাকে কেন্দ্র করে রুনা লায়লার ও তার বাহিনী গন পূর্ব শত্রুতার জের ধরে গরীব অসহায় মরিয়ম বেগম ও তার মেয়ে কে লাঠি ও ধারালো ছুরি দিয়ে নির্মম নির্যাতন মারধর এবং আঘাত করে।
পরে মরিয়ম বেগম ও তার মেয়ে সহ বাদী হয়ে ৪ জনের নামে পঞ্চগড়ে আদালতে একটি মামলা দায়ের করেন উক্ত আসামীরা হলেন ১। মোজাফ্ফর হোসেন (৫০)পিতা মৃত হামিদ ২। রুনা লায়লা(৪০) স্বামীঃ মোজাফ্ফর হোসেন ৩। মিসকাতুন জাহান মীম(২৫) পিতা মোজাফ্ফর হোসেন ৪) মিরা আক্তার(১৮) উভয়ের সাং চিলাপাড়া বড়শশী বোদা পঞ্চগড়। বোদা থানার অফিসার ইনচার্জ বিজ্ঞ আদালত হইতে মামলা প্রাপ্ত হইয়া গত ১১ /৭,/২৩ ইং তারিখে থানার মামলা নাং ১০/১৩৪ । ধারা দ:বি: আইনের ,৩২৩,৩২৫,৩০৭,৩৫৪,৫০৬(২),১১৪ ধারায় মামলাটি রুজি করেন। এলাকাবাসী বলেন রুনা লায়লার পরিবার অনেকের নামে মামলা করেছেন। মামলার ভয়ে রুনা লায়লা কে কেউ কিছু বলতে সাহস পাই না।
এবিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমারের সাথে কথা বললে। তিনি বলেন আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চালু রয়েছে ।