আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।
পঞ্চগড়ে আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে (আটোয়ারী ফুটবল একাডেমী’র) প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আটোয়ারী ফুটবল একাডেমী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, গত (৬ সেপ্টেম্বর) ২০২২ খ্রিস্টাব্দ ইং তারিখে আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমী গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমিতে ভর্তি ইচ্ছুক শিশু-কিশোরদের কাছ থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ করা হয়। যাদের বয়স ১০ বছর হতে ২২ বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন, খেলা আমরা সবাই ভালোবাসি। খেলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। খেলার মাধ্যমে শরীরের ডোপামিন খুব কার্যকর হয়। আমি আশা করি এবং বিশ্বাস করি একদিন আমাদের আটোয়ারী থেকে নামিদামি খেলোয়াড় তৈরি হবে। তারা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই খ্যাতি লাভ করবে। আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমি সকল ভাবে পরিচালনা করতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। প্রশিক্ষণ নিতে আশা শিশু কিশোররা জানান, আমাদের আটোয়ারী উপজেলায় ফুটবল একাডেমী হওয়ায় আমরা সহজেই এখানে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রস্তুত করতে পারবো। জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে দেশের মানুষের মুখ উজ্জ্বল করব ইনশাল্লাহ। আটোয়ারী উপজেলা প্রশাসনের এই মহান উদ্যোগ’কে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে মাদক, জুয়া সহ সকল ধরনের অপরাধ থেকে বিরত রাখবে বলে আশাবাদী সকলেই।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮