ঠাকুরগাঁও খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে ঠাকুরগাঁও রোমান ক্যাথলিক মিশনে এই সাধারণ সভা ও নির্বাচন হয়।
সদর উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনে সভাপতি শমূয়েল সিং এর সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব মিষ্টার নির্মল রোজারিও, রুহিয়া ক্যাথলিক মিশনের ফাদার আন্তনী সেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাংঠনিক সম্পাদক মিষ্টার লুইজ গমেজ, ঠাকুরগাও রোমান ক্যাথলিক মিশনে ফাদার প্রদীপ মারান্ডী, বালিয়াডাঙ্গী ভোটপাড়া রোমান ক্যাথলিক মিশনে ফাদার লাজারুস সরেন প্রমুখ।
সভায় সকলের সম্মতি ক্রমে মিষ্টার শমূয়েল সিং কে সভাপতি ও গাব্রিয়েল দাসকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮