করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় হারানো সাদিয়া আক্তার ফিরে পেল তার পরিবার
মোঃ জনি হোসেন, করিমগঞ্জ প্রতিনিধিঃ
করিমগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া সাদিয়া আক্তার (১৩) ফিরে পেয়েছে তার পরিবার।নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার পরিবার।সাদিয়া আক্তার (১৩) করিমগঞ্জ থানার সোহেল মিয়ার মেয়ে।শনিবার (৩০ সেপ্টেম্বর) করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী ও করিমগঞ্জ থানার নারী (এসআই) তহুরা আক্তার হারিয়ে যাওয়া সাদিয়া আক্তার (১৩) কে তার পরিবারের হাতে তুলে দেন।পুলিশ জানায়,নিখোঁজ সংক্রান্ত করিমগঞ্জ থানার বার্তা প্রাপ্তি স্বাপেক্ষে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকীর নির্দেশনায় করিমগঞ্জ থানার নারী (এসআই) তহুরা আক্তারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সাদিয়া আক্তার (১৩)কে করিমগঞ্জ বাজার এলাকা হইতে উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ।হারিয়ে যাওয়া সাদিয়া আক্তারের বাবা সোহেল মিয়া বাকরুদ্ধ কণ্ঠে বলেন,পুলিশ যে সাহায্য করেছে তার জন্য সত্যিই আমি তাদের প্রতি কৃতজ্ঞ,মানবিক এই পুলিশ কর্মকর্তা আমার হারিয়ে যাওয়া মেয়েটিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে এটা সত্যিই মুগ্ধ হওয়ার মতোই।করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, মানুষের সেবা করাই পুলিশের ধর্ম।সাদিয়া আক্তারকে আমাদের মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি এতে আমি অনেক আনন্দিত।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮