মহানবীকে কটুক্তি করায় শিক্ষিকাকে স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়রে বোদায় পবিত্র কোরআন মজিদের ৫০% ভুল বলায় হয়রত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি, মুসলিম মেয়েদের রোরকা পড়ে স্কুলে আসতে এবং আলহামদুলিল্লাহ্ বলতে নিষেধ করায় চৌরঙ্গী হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা যশোদা রাণীকে স্থায়ী বহিষ্কার এবং তার সহযোগী সুজিত বালা কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে চৌরঙ্গী হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যনারে এ মানববন্ধন করা হয়। এসময় স্থানীয় ফরিদুল ইসলাম, বিদেশী, মকলেছের নেতৃত্বে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ পাশ শতাধিক লোকজন। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী সাঃ, কোরআন মজিদে ভুল এবং আলহামদুলিল্লাহ বলতে নিষেধ ও শিক্ষার্থীদের বরকা পড়তে নিষেধ করায় যশেদা রাণীকে স্থায়ী বহিষ্কারের দাবী এবং তার সহযোগীকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। যদি আগামী সাত দিনের মধ্যে এর কোনো ব্যবস্থা কেউ না নেয় তাহলে আগামীদিনে আরো বড় আন্দোলন নামতে আমরা বাধ্য হবো।