ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন চেয়ারম্যান আরিফ উদ্দিন কনক
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে,জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম।গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান কে করিমগঞ্জ উপজেলা ১নং কাঁদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।বুধবার (৪ অক্টোবর)দুপুর ১২ টায় করিমগঞ্জ উপজেলা কাঁদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের ২শত ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন ১নং কাঁদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরিফ উদ্দিন আহমেদ কনক।এগুলোর মধ্যে ছিল জলপাই, পেয়ারা, মেহগনি, আকাশমণি, লেবু , কাঠাল গাছের চারা। চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন,১নং কাঁদির জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফ উদ্দিন আহমেদ কনক ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার,প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ইউনিয়ন পরিষদের সচিব রাজ গোপাল বৈষম্য সহ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের উদ্দেশে চেয়ারম্যান আরিফ উদ্দিন কনক বলেন,একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে।দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা।আমাদের নিজেদের সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক বৈশ্বিক জল বায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতু বৈচিত্র্য চোখে পড়ে না।আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই,ফলে ঘনঘন প্রচণ্ড দাবদাহ,অনাবৃষ্টি,ঘূর্ণিঝড়,বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি করে গাছের চারা বাড়িতে সঠিক ভাবে রোপণ করতে হবে।আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলেন, আমরা গাছের চারা গুলো পেয়ে খুবই খুশি হয়েছি। সাধারণত এ ধরনের কর্মসূচি শহরের স্কুলগুলোতে করে থাকে। গ্রামের একটি স্কুলে আজ আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই গাছের চারাগুলো বিতরণ করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।