ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এবার সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরি
দিন দিন চুরি ঘটনা ঘটেই চলছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন বিভিন্ন এলাকায়। শুক্রবার দিবাগত রাতে এবার ঠাকুরগাঁও জেলার পার্শ্বের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের রুহিয়া থানাধীন রামনাথ বাজারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এই দিকে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি হওয়ায় আতঙ্কে দিন যাপন করছে স্থানীয় জনসাধারণ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় ঘরের জানালা এবং গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় চোর। চুরির প্রায় ১ ঘন্টা পরে ঘুম ভাঙলে দেখে ঘরের ভিতর আলমারি খোলা এবং মেঝেতে কাপড় চোপড় এলোমেলো। অপরদিকে একই রাতে রামনাথ বাজারে মহিলা মার্কেটের নুরজাহান ষ্টোরের শাটারের তালা ভেংগে ক্যাশ বাক্স হতে ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
চুরির বিষয় সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতি দিনের ন্যায় খাওয়া শেষে ঘুমিয়ে যাই প্রায় ৩ টার সময় হটাৎ ঘুম ভেঙে যায় এবং দেখা যায় পাশ্বের রুমের জানালা ভাঙা এবং ঘরের ভিতর আলমারি খোলা, কাপড় চোপড় এলোমেলো ভাবে পরে আছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা প্রতিবেদককে বলেন, ঘটনা স্থলে এস আই মজনুর রহমান ও এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ পরিদর্শন করেছে। তিনি বলেন চুরির বিষয় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।