শারদীয় দূর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০২৩ উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে বারোটায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বরগুনা জেলাধীন থানা সমূহের পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি এবং সকল থানার ‘কমিউনিটি পুলিশিং’ এর নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ও অর্থ), বরগুনা জেলা। মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বরগুনা। মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বরগুনা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানা ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জেলার প্রতিটি পূজা মন্ডপের অবস্থান, নিরাপত্তা ও সামাজিক আন্তঃসম্পর্কের বিষয়ে পৃথক পৃথক ভাবে খোঁজখবর নেন এবং নির্বিঘ্নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন। একই সাথে সংশ্লিষ্ট ‘পূজা উদযাপন কমিটি’ ও ‘কমিউনিটি পুলিশিং’ এর সদস্যবৃন্দকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন। এ সময় উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।